হানাফিদের ভন্ডামি দেখুন | কিশোরগঞ্জের বাহাস(আহলে হাদিস বনাম হানাফি)এর সর্বশেষ আপডেট জেনে নিন- ডঃ মুসলেহ উদ্দিন
কিশোরগঞ্জের বাহাছের সার্বিক ব্রিফিং
গত ৩১ মে ২০১৮ তারিখে কিশোরগঞ্জের মডেল থানায় আহলেহাদীস ও হানাফী উলামায়ে কেরামের মধ্যে যে বাহাছ/বৈঠক হওয়ার কথা ছিলো সেই বিষয়ে সেদিন বিকালে কিশোরগঞ্জে থেকেই এই ব্রিফিংটি রেকর্ড করা হয়েছে। যদিও আমাদের হানাফী ভাইয়েরা কেউ কেউ ইতোমধ্যেই মিথ্যাচার করা শুরু করেছেন যে, আহলেহাদীস আলিমরা নাকি “লেজ গুটিয়ে পালিয়ে এসেছেন”। আল্লাহ্ আমাদের সেই ভাইদের মাফ করুন। এই ভিডিওতেই বিস্তারিত আপডেট দেয়া হয়েছে। নিজে শুনুন, শেয়ার করে দিন।
হানাফিদের মিথ্যাচারের জবাব।